শাজাহানপুরে মাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে মাদলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল সোমবার মালীপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি পদে আব্দুল বারী মন্ডল এবং সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু নির্বাচিত হয়েছেন।
সম্মেলনের উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, আব্দুল্লাহ্ আল ফারুক, আলমীর হোসেন স্বপন, আব্দুল খালেক মাস্টার, জাহিদুল হক আরজু, ফরিদুল ইসলাম মুক্তা, নাছির উদ্দিন বাবলু, মিনহাজ উদ্দিন, ফজলুল হক মোল্লা। মাদলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারী মন্ডলের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু’র সঞ্চালনায় সম্মেলনে আরও অংশ নেন জহুরুল ইসলাম খোকন, আব্দুল মতিন মেম্বার, আলাউদ্দিন জোয়ারদার, সৈয়দ মনির হোসেন ময়না, ইমরান হোসেন, নেছার উদ্দিন, গোলাম রব্বানী, আজিজার রহমান, আবুল কালাম আজাদ বাচ্চু, ছানাউল হক ছানা, বাদশা আলমগীর, রাকিবুল ইসলাম রঞ্জু প্রমুখ। উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫১ জন কাউন্সিলরের মধ্যে ২২২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে ১৩৪ ভোট পেয়ে আব্দুল বারী মন্ডল এবং সাধারণ সম্পাদক পদে ১০৯ ভোট পেয়ে আবু সাইদ বাবু নির্বাচিত হন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন