প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:২০
দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান কর্তৃক কম্বল হস্তান্তর
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে কম্বল হস্তান্তর করেছেন। গতকাল সোমবার দুপুরে দুপচাঁচিয়া নিউ মার্কেটস্থ ক্লাব কার্যালয়ে তিনি এ কম্বল হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, সহসভাপতি কামরুল হাসান লিটন, আখতারুজ্জামান তুহিন, শহীদুর রহমান, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, যুগ্ম সম্পাদক এম,ডি শিমুল, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক উজ্জল চক্রবর্তী শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান চৌধুরী, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান প্রামানিক, সদস্য বাহারাম আলী, খাইরুল ইসলাম দেওয়ান, আলাল হোসাইন প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন