বগুড়ায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ৩ যুবক গ্রেফতার

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৫৪০ বোতল ফেন্সিডিলসহ ৩ যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার দুপুরে মাদক মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
জানা যায়, একই দিন সকালে বগুড়া শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকা থেকে ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয় অভিযানে।
এ তথ্য নিশ্চিত করেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. মেহেদী হাসান।
গ্রেফতারকৃতরা হলেন- লালমিনরহাটের হাতিবান্ধা উপজেলার উত্তর গড্ডিমারী গ্রামের মোস্তফা কামাল, রংপুরের পীরগাছা উপজেলার কান্দি কাবিলাপাড়া গ্রামের বাসিন্দা সাব্বির আহমেদ রাব্বি ও একই গ্রামের সবুজ মিয়া।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের ঘোগা বটতলা এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। সকালে একটি মাইক্রোবাস তল্লাসী করে ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাইক্রোবাসে থাকা চালক-সহকারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তিনজনের ব্যবহৃত মুঠোফোন ও মাইক্রোবাসটি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এবং এদিন দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন