প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:৫২

পদ্মা ব্যাংকের ৩ বছর পূর্তিতে বগুড়ায় কেক কর্তন ও আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার
পদ্মা ব্যাংকের ৩ বছর পূর্তিতে
বগুড়ায় কেক কর্তন ও আলোচনা সভা

 বগুড়ায় উৎসবমুখর পরিবেশে স্বল্প পরিসরে গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের নিয়ে কেক কর্তনের মাধ্যমে পদ্মা ব্যাংকের ৩ বছর পূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। বুধবার সকালে ঝাউতলা আরভীপ্লাজা পদ্মা ব্যাংক বগুড়া শাখায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

শাখা ব্যবস্থাপক জাহেদা আক্তার মুক্তির সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ৩ বছর পূর্তির কেক কর্তন করেন রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ। এসময় তিনি বলেন, সরকারি ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও আইসিবির মূল মালিকানায় পরিচালিত পদ্মা ব্যাংক লিমিটেড বগুড়াসহ দেশজুড়ে ৫৮ টি শাখার মাধ্যমে গ্রাহকদের এবং বিশেষ করে ব্যবসায়ীদের ভোগান্তিহীন ব্যাংকিং সেবা দিয়ে আসছে এজন্যে তিনি ব্যাংকের সাথে সংশ্লিষ্টদের অভিনন্দন ও শুভ কামনা জানান। এছাড়াও তিনি বলেন বিগত ৩ বছরে সুদীর্ঘ যাত্রা পদ্মা ব্যাংক অত্যন্ত সফলতার সাথে শেষ করেছে। এই ব্যাংকের সাথে ব্যবসা করতে পেরে তারা ব্যবসায়ীরাও বেশ সন্তুষ্ট।
অনুষ্ঠানে এসময় গ্রাহকদের মাঝে আরো উপস্থিত ছিলেন আবু মুসা ডালিম, নাসির উদ্দিন, সাইফুল ইসলাম, রঞ্জু মিয়া, রজিব আহম্মেদ, নাহিদ হোসেন, সুশান্ত দাস, মনোয়ার হোসেন, হাদিউজ্জামান এবং ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজার (অপারেশন) মাহবুবর রহমান, ক্যাশ ইনচার্জ জালাল উদ্দিন, জিবি ইনচার্জ সাইফ ওমরসহ অন্যান্য কর্মকর্তাগণ। উল্লেখ্য, পদ্মা ব্যাংক বগুড়া শাখায় বর্তমানে গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন আকর্ষণীয় স্কীম রয়েছে যার মাঝে সুপার ফাস্ট ডিপোজিট স্কিম, সুপার বেনিফিট ডিপোজিট স্কিম, পি.বি.এল মাসিক মুনাফা প্রকল্প হিসাব, টার্গেট ডিপোটিম স্কিম অন্যতম। এছাড়াও দৈনিক মুনাফা হারে পদ্মা প্রতিদিন ও নারীদের জন্য বিশেষ পদ্মাবতী এ্যাকাউন্ট চালু রয়েছে যাতে গ্রাহকরাও বেশ উপকৃত হচ্ছেন এবং ব্যাংকিং খাতে এমন সুবিধায় দিন দিন গ্রাহকও বাড়ছে এই ব্যাংকে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে