এডিপি প্রকল্পের অর্থায়নে গাবতলীতে প্রাথমিক স্কুলে স্টুডেন্ট চেয়ার বিরতণ

এডিপি প্রকল্পের অর্থায়নে ও বগুড়ার গাবতলী উপজেলা এলজিইডি দপ্তরের বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার উপজেলার ৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ১’শ স্টুডেন্ট চেয়ার বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে চেয়ার হস্তান্তর করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদ, পদ্মপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোস্তফা কামাল স্বপনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বিদ্যালয় গুলোর মধ্যে উপজেলার পদ্মপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫০টি, ডঙর প্রাথমিক বিদ্যালয়ে ২৫টি এবং নিজগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ২৫টি চেয়ার বিতরণ করা হয়। দু’টি প্রকল্পে মোট ৪লাখ টাকা ব্যয়ে এই চেয়ারগুলো বিতরণ করা হয়। এরআগে উপজেলার ১’শ স্কাউট শিক্ষার্থীদের উপজেলা পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ করেন ইউএনও মোছাঃ রওনক জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সুখানপুকুর এমআরএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদ প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন