প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৫৭

শিবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ১৩জন আটক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে পুলিশের বিশেষ 
অভিযান ১৩জন আটক

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা, মাদক ও চুরি মামলার আসামী সহ ১৩ জন কে আটক করেছে। 
আটকৃতরা হলেন, উপজেলার ছোট নারায়ণপুর গ্রামের রোস্তম আলীর ছেলে রনি শেখ, গড় মহাস্থান এলাকার আনিছুর রহমান এর ছেলে মশিউর রহমান,  একই এলাকার বাদশা মিয়ার ছেলে  মুক্তার হোসেন, মহাস্থান এলাকার মৃত: ওসমান আলীর ছেলে ছলিম উদ্দিন,  খামার পাড়া এলাকার আব্দুল মতিন এর স্ত্রী মেরিনা বেগম, গড় মহাস্থান এলাকার আলতাব আলীর ছেলে জালাল উদ্দিন,  পুটখুর এলাকার আফছার আলীর ছেলে আব্দুস ছাত্তার, কুড়াহার এলাকার ইয়াকুব আলীর ছেলে কোরবান আলী,  একই এলাকার  ময়েন উদ্দিন এর ছেলে মনতাজ হোসেন, মোকামতলা কাশিপুর এলাকার ছাইফুল ইসলাম এর ছেলে সিরাজুল ইসলাম, ভাসুবিহার এলাকার বাবর আলীর ছেলে তাইজুল, তমিজ উদ্দিন এর ছেলে শফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম এর ছেলে  ইসলাম।  শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান, আটকৃত আসামীদের বৃহস্পতিবার বগুড়া জেল হাজুতে প্রেরণ করা হয়েছে। 

 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে