প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২২ ২১:১৬

বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ২৬

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনায় 
নতুন আক্রান্ত ২৬

গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ জন। আর সুস্থ হয়েছে ৬৪ জন। 

শুক্রবার বগুড়া সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ শাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ২২৬ টি নমুনা পরীক্ষায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৫জন, গাবতলী উপজেলায় ২, শাজাহানপুর ৩, সোনাতলা ২, শিবগঞ্জ উপজেলায় ১, দুপচাঁচিয়ায় ১জন আদমদিঘি উপজেলায় ২জন। 
নতুন আক্রান্ত নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলো ২৪ হাজার ৬৯৪ জন। ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৬৪ জন। এনিয়ে জেলায় মোট সুস্থ হলেন ২২ হাজার ৩৩৫ জন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭০২ জনের। 
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ২০ জন আক্রান্ত হন। টিএমএসএস মেডিকেলে ৩ আক্রান্ত হন। এন্টিজেন টেস্টে ৩ জন। 
এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ২২, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩৩, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫ এবং জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৫জন।

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে