বগুড়ায় করোনায় বৃদ্ধের মৃত্যু: আক্রান্ত ৩৪

গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনাভাইরাসে একজনের মৃত্যু ও নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪ জন। আর সুস্থ হয়েছে ৫৬ জন। মারা যাওয়া ব্যক্তি হলেন জেলার শেরপুর উপজেলার বাসিন্দা আব্দুল বায়েজ (৬৬)।
শনিবার বগুড়া সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ শাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ২১২ টি নমুনা পরীক্ষায় নতুন করে ৩৪ জন করোনায় আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩০জন, গাবতলী উপজেলায় ১ জন ও শেরপুর উপজেলায় ৩ জন।
নতুন আক্রান্ত নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলো ২৪ হাজার ৭২৮ জন। ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৫৬ জন। এনিয়ে জেলায় মোট সুস্থ হলেন ২২ হাজার ৩৯১ জন। নতুন একজন নিয়ে জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭০৩ জনের।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ২৮ জন আক্রান্ত হন। টিএমএসএস মেডিকেলে ৬আক্রান্ত হন।
এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ৬৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ২৪, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩৪, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫ এবং জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৫জন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন