প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:৫৩

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের নিশিন্দারা পূর্বপাড়া এলাকায় পিকনিক পার্টিতে দুর্বৃত্তদের হামলায় যুবক তুহিন বাবু ওরফে কুইন (২৪) ছরিকাঘাতে নিহত ও অপর দুই যুবক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে দিয়েছে। নিহত যুবক বগুড়া সদর উপজেলার নিশিন্দারা পূর্ব খা পাড়ার শহিদুর রহমানের ছেলে।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, শনিবার রাত ১১টার দিকে শহরের নিশিন্দারা পূর্ব খা পাড়া এলাকায় একটি ব্যাডমিন্টন খেলার মাঠে স্থানীয় যুবকরা পিকনিকের আয়োজন করে। রাত ১১টার দিকে সেখানে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছিল। এসময় একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে কুইনকে এলোপাথাড়ি কোপায়। তাকে উদ্ধার করতে গেলে রহিম ও ঝন্টু গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কুইনকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরনেই কুইনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে