প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০১:৪০

শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

দিলীপ কুমার সভাপতি তালেব সাঃ সম্পাদক
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের
ত্রি-বার্ষিক সম্মেলন

বগুড়া শাজাহানপুরে সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সাবেক সভাপতি দিলীপ কুমার চৌধুরীকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক তালেবুল ইসলামকে পুনরায় সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তালেবুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম। বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টি-জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহন, একেএম আছাদুর রহমান দুলু, এ্যাড. জাকির হোসেন নবাব, শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, যুবলীগের সাবেক সভাপতি ইমরান হোসেন প্রমূখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে