প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০১:৪৫

বগুড়ায় নানা আয়োজনে কলেজ থিয়েটারের বসন্ত উৎসব পালিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় নানা আয়োজনে কলেজ 
থিয়েটারের বসন্ত উৎসব পালিত
নানা আয়োজনে ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঋতুরাজ বসন্ত বরণ করেছে কলেজ থিয়েটার। সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের নিয়ে গড়া নাট্য সংগঠন কলেজ থিয়েটারের আয়োজনে ১৪ ফেব্রুয়ারি ১৬ তম বসন্ত উৎসব পালিত হয়। বসন্ত বরণ উপলক্ষে বগুড়া শহরের সাতমাথা এদিন মুখর হয়ে ছিল। 
বগুড়া শহরের সাতমাথাস্থ মুজিব মঞ্চে বিকাল ৫টা থেকে বসন্ত বরণে আনন্দ পদযাত্রা, বসন্তকথামালা, বসন্তের গান, কবিতা ও নৃত্যানুষ্ঠান, রাতে ফিউশন বাউল সঙ্গিত পরিবেশন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানের উদ্ধোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। প্রধান আলোচক ছিলেন বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। আমন্ত্রিত অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খৈয়াম কাদের, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. বেলাল হোসেন, বগুড়া থিয়েটারের সভাপতি মুক্তিযোদ্ধা কৃষিবিদ বজলুর রশীদ রাজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, উচ্চারণ একাডেমীর পরিচালক এড. পলাশ খন্দকার। অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানায় কলেজ থিয়েটারের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ থিয়েটারের যুগ্ম আহবায়ক ঐশী রায়। 
অনুষ্ঠানে তৌফিক হাসান ময়না রচিত ও নির্দেশিত শিক্ষাগানে যাত্রাপালা নাটক মঞ্চায়ন, নৃত্য, সঙ্গিত ও ফিউশন বাউল তাদের একশ দুইতম সঙ্গিতানুষ্ঠান মঞ্চায়ন করে। 
 
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
 
উপরে