প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০১:৫৪

বগুড়ায় ত্রিভুজ প্রেমে সাবেক প্রেমিক খুন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ত্রিভুজ প্রেমে
সাবেক প্রেমিক খুন

বগুড়ায় ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন মিরাজ আলী (২৫) নামের স্থানীয় এক ওয়ার্ড যুবলীগের কর্মী। মঙ্গলবার শহরের এডওয়ার্ড পার্কের ভিতরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মিরাজের বন্ধু মোহাম্মদ নাজমুলও ছুরিকাহত হয়েছেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  নিহত মিরাজ শহরের বৃন্দাবন পাড়া এলাকার আব্দুর রহমানে ছেলে ও ২ নাম্বার ওয়ার্ড যুবলীগ সদস্য। 
নিহতের ভাই আতাউর রহমান জানান, শহরের বাদুড়তলা এলাকার এক মেয়ের সাথে প্রায় এক বছরের সম্পর্ক ছিল মিরাজের। একপর্যায়ে মেয়েটি মিরাজের সাথে সম্পর্ক ভেঙে গাবতলী উপজেলার এক ছেলের সাথে সম্পর্ক গড়ে তোলে। তারপর থেকে সেই ছেলেটি ফেসবুক ও মুঠোফোনে বারবার মিরাজকে হুমকি দিয়ে আসছিল। 
নিহত মিরাজের এক বন্ধু জানান, যে মেয়েটির সাথে মিরাজের সম্পর্ক ছিল তার নতুন প্রেমিক পার্কে মীমাংসার জন্য তাকে ডেকেছিল। নাজমুল ও মিরাজ সেখানে মীমাংসার জন্য যায়। পরে অতর্কিতভাবে মিরাজের সাবেক প্রেমিকার বর্তমান প্রেমিক তার ৪ থেকে ৫ জন বন্ধুকে নিয়ে হামলা করে ও ছুরিকাঘাতে হত্যা করে। 
নিহত মিরাজ ২ নং ওয়ার্ড যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন মর্মে  মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। 
হত্যাকান্ড প্রসঙ্গে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম রেজা জানান, নিহতের লাশ বর্তমানে শজিমেক মর্গে রাখা হয়েছে। এছাড়াও হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে সদর থানা পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে। তবে বর্তমান প্রেমিকের হাতেই সাবেক প্রেমিক মিরাজের খুন হয়েছে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অতিদ্রুত এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা হবে মর্মে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে