প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:২৩

তালোড়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
তালোড়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় চাউল কল মালিক সমিতির আয়োজনে অপরাধ দমনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি আলহাজ্ব নূরে আলম চৌধুরী পারভেজ এর সভাপতিত্বে ও সহসাধারণ সস্পাদক আবু তাহের রানার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালোড়া পৌর মেয়র পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ এর সাবেক চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব সুলতান মাহমুদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার এএসআই কমল চন্দ্র, তালোড়া পৌরসভার প্যানেল মেয়র শাহীনুর ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক সুভাষ প্রসাদ কানু, কোষাধ্যক্ষ নারায়ণ লাল পোদ্দার, ব্যবসায়ী প্রফুল্ল চন্দ্র প্রামানিক, আব্দুল মতিন তরফদার, আাব্দুল হান্নান প্রমুখ। এসময় সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় তালোড়ায় অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে কি করনীয় সে বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে