ধুনটে মমতাজ উদ্দিনের রুহের আত্মার মাগফেরাত কামনায় আ’লীগের দোয়া মাহফিল
বগুড়া জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ধুনট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবাহানের সভাপতিত্বে শোকসভায় আরো বক্তব্য রাখেন আ’লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আফসার আলী, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, চিকাশী ইউনিয়ন আ’লীগের সভাপতি আলেফ বাদশা, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ তারেক হেলাল, গোসাইবাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মথুরাপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মতুর্জার।
এছাড়া শোক সভায় আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক আব্দুস সাত্তার, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, বর্তমান সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
