প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:৩০

জয়পুরহাটে চুরি হওয়া অটোরিকশা দুই ঘণ্টায় উদ্ধার, আটক ১

অনলাইন ডেস্ক
জয়পুরহাটে চুরি হওয়া অটোরিকশা দুই ঘণ্টায় উদ্ধার, আটক ১

জয়পুরহাটে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা দুই ঘণ্টার মধ্যে উদ্ধারসহ সবুজ ইসলাম নামে এক চোর চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান। 

আটক সবুজ ইসলাম দিনাজপুরের খানসামা উপজেলার আব্দুল হামিদের ছেলে।

ওসি আলমগীর জাহান জানান, আটক সবুজ ইসলামসহ এই চোর চক্রের  সদস্যরা জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা  চুরি করে আসছিলেন। গতকাল (১৬ ফেব্রুয়ারী ) মঙ্গলবার বিকাল ৪ টায়  শহরের পূর্ব বাজার মসজিদ সড়ক থেকে একটি অটোরিকশা চুরি হয়ে যায়। ওসি আরও জানান, ওইদিন সন্ধ্যা ৬ টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে চুরি হওয়া অটোরিকশা সহ চোর চক্রের সদস্য সবুজ ইসলাম অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাটারিচালিত চুরি হওয়া অটোরিকশাসহ তাকে আটক করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে