প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:০৬

শিবগঞ্জের মোকামতলায় জুয়ার আসরে পুলিশের হানা ৬০ পিচ ইয়াবা সহ ২১ জুয়ারু গ্রেফতার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জের মোকামতলায় জুয়ার আসরে পুলিশের 
হানা ৬০ পিচ ইয়াবা সহ ২১ জুয়ারু গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে জুয়ার আসরে থানা পুলিশের হানা, ৬০ পিচ ইয়াবা এবং  জুয়া খেলার সরঞ্জমাদি  সহ ২১জন জুয়ারুকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। 
থানা সূত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে  সহকারী পুলিশ পরিদর্শক রুম্মান, ব্রুজেন, আইনুল ও বেলাল হোসেন সঙ্গীয় উপ-সহকারী পুলিশ পরিদর্শক সহ প্রায় ২০ জনের একটি পুলিশের দল উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাককোলা গ্রামের মুছা প্রাং এর বাড়িতে অভিযান চালায়। এসময় জুয়ার আসর থেকে ৬০ পিচ ইয়াবা এবং ৩৩ হাজার ৩ শত ৬০ টাকা জব্দ করে জুয়া খেলা এবং মাদক সেবনের সঙ্গে জড়িত থাকায় জুয়ার আসর থেকে ২১ জন কে আটক করে। আটকৃতরা হলেন  শিবগঞ্জ উপজেলার  ভাককোলা গ্রামের মালেক  মিয়ার ছেলে মুছা প্রাং (৪৬), একই উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের হারেজ আলীর ছেলে রবিউল ইসলাম (২৪),  একই গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে শাকিল (২৫), টেপাগাড়ী গ্রামের দুলাল এর ছেলে হামিদুল ইসলাম (২৫), শংকরপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে বাপ্পারাজ (২৮), রহবল  হাজিপাড়া গ্রামের ছিদ্দিক এর ছেলে ফিরোজ  (২৬), ভাককোলা গ্রামের আঃ বারী ছেলে রুবেল (৩০),  টেপাগাড়ী গ্রামের আবুল হোসেন এর ছেলে মোকলেছুর রহমান (৩৫), একই গ্রামের আশরাফুল ইসলাম এর ছেলে রায়হান (৩২), শংকরপুর গ্রামের  আব্দুল জলিল এর ছেলে  হোসেন (২৭), মুরাদপুর গ্রামের মোজাম্মেল হোসেন এর ছেলে মিনাজুল (৩৮), শংকপুর গ্রামের কাজেমুদ্দিন কুদ্দুস (৩৬), রাঙ্গামাটিয়া গ্রামের জহুরুল ইসলাম এর ছেলে  অন্তর (২৬), ভাককোলা গ্রামের একরাম হোসেন এর ছেলে  খলিল (৪০), রহবল গ্রামের রুহুল আমিন এর ছেলে  মিলন (৪৫), বন্তেঘরী গ্রামের ওয়াজেদ আলী এর ছেলে  এমদাদুল (৪২), বাদিয়াচরা গ্রামের আজাদ এর ছেলে  ফটু (৩১), রহবল গ্রামের সেকেন্দার আলীর ছেলে মিজানুর রহমান (২৭),  একই গ্রামের জালাল উদ্দিন এর ছেলে বাদল (২৮), শংকরপুর গ্রামের বুলু মিয়ার ছেলে রানা (৩৭),  রহবল গ্রামের নিজাম উদ্দিন এর ছেলে রিপন (৩০) । নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকে জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় দীর্ঘদিন যাবৎ এই জুয়ার আসর চলে আসছে। স্থানীয় প্রশাসনের সমঝতায় এ জুয়ার বোর্ডের টাকা বিভিন্ন মহলের লোকজন ভাগ বাটোয়ারা করে নিতো। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে