বগুড়ায় পেশাদার চালকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয় ’ স্লোগানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বগুড়ার আয়োজনে শনিবার শহরের জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী পেশাজীবি গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা (২০১১-২০২২) অনুষ্ঠিত হয়েছে।
বিআরটিএ বগুড়া সার্কেলের মোটরযান পরিদর্শক ইঞ্জিনিয়ার এস.এম সবুজ এর সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ বগুড়া সার্কেলের সহকারী পরিচালক এ.টি.এম ময়নুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, চালকের সামান্য ভুলেই আজীবন শোক সহ্য করতে হয় দুর্ঘটনার শিকার মানুষের পরিবারগুলোকে। সড়ক পরিহন আইন মানার আগে প্রথমে তা ভালভাবে জানতে হবে তাই এই চলমান কর্মশালার আয়োজন করে যাচ্ছে বিআরটিএ। এছাড়াও বগুড়া বিআরটিএ তে ভোগান্তিহীন সেবা প্রাপ্তির বিষয়ে তিনি সকলকে আশ^স্ত করেন। তিনি বলেন, কোন দালালের খপ্পরে না পরে সরাসরি অনলাইনে আবেদনের মাধ্যমে খুব সহজে শুধুমাত্র সরকারি ফিস জমা দিয়ে বিআরটিএ তে সকল সেবা প্রাপ্তি সম্ভব। এরপরেও কেউ কোন অবৈধ সুযোগ সন্ধানের চেষ্টা করলে সরাসরি তাকে অবগত করার আহ্বান জানান তিনি।
কর্মশালায় বিআরটিএ’র পক্ষে মোটরযান পরিদর্শক এস.এম সবুজ প্রশিক্ষণে উপস্থিত প্রায় ১ শতাধিক পেশাদার চালককে ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে দিনব্যাপী পর্যায়ক্রমে রোড সেফটি, সড়কে চলার পথে ব্যবহৃত চিহ্নসমূহ, সড়কে চলার পথে করণীয় কার্যক্রম, মোটরযান আইন এবং আইন ভঙ্গ করলে নতুন আইনে জরিমানা কত হবে তা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। এছাড়াও কর্মশালায় তিনি বলেন, সাধারণ জনগণ নিজেরা সচেতন হলে আইন থাকলেও তা প্রয়োগের কোন দরকার হবেনা। তিনি সকল চালকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সড়ক দুর্ঘটনা হ্রাসকরণে নিয়ম মেনে রাস্তায় গাড়ি চালানোর জন্য দৃষ্টি আকর্ষণ করেন। কর্মশালায় শ্রমিক নেতাদের পক্ষে বক্তব্য রাখেন মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন। এসময় বিআরটিএ বগুড়ার মেকানিক্যাল এ্যাসিটেন্ট সেলিম হোসেনসন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও পরিবহন সেক্টরের সাথে জড়িত পেশাদার চালকরা উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে বগুড়া থেকে সদ্য বদলীর আদেশ হওয়া বিগত ৩ বছর বগুড়া বিআরটিএ তে দক্ষতা ও পরিচ্ছন্নভাবে কাজ করা মোটরযান পরিদর্শক এস.এম সবুজের প্রতি জনবান্ধব দায়িত্ব পালনের জন্যে উপস্থিত চালক ও অংশগ্রহণকারীরা তার প্রতি ভালবাসা প্রকাশের মাধ্যমে তাকে ধন্যবাদ ও শুভ কামনা জানান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন