প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০০:২০

বগুড়ায় সহিংস উগ্রবাদ প্রতিরোধ বিষয়ে কর্মশালা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় সহিংস উগ্রবাদ 
প্রতিরোধ বিষয়ে কর্মশালা

ইউরোপীয় ইউনিয়নের এবং হেলভেটাস বাংলাদেশের আর্থিক সহায়তায় ও বেসরকারী উন্নয়ন সংগঠন রুপান্তরের সহযোগী সংস্থা হিসেবে পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) বগুড়া ওয়াইএমসিএ কনফারেন্স রুমে ‘সহিংস উগ্রবাদ প্রতিরোধ বিষয়ে সাংবাদিকদের সাথে এক কর্মশালার আয়েজন করে। 

বুধবার সকালে অনুষ্ঠিত কর্মশালা সভাপতিত্ব করেন মালতিনগর উচ্চ বিদ্যালয বগুড়া’র সাবেক প্রধান শিক্ষক পমাঃ মিজানুর রহমান,  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্রার্চায শংকর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট টিভির ব্যুরো চিফ হাসিবুর রহমান বিলু ও দৈনিক জনকন্ঠ সিনিয়র স্টাফ রিপোর্টার সমুদ্র হক। কর্মশালায় ছিলেন সাংবাদিক আব্দুর রহিম বগ্রা, কমলেশ মোহন্ত সানু, লিমন বাসার, এইচ আলিম, হাফিজা সুলতানা বিনা, নাসিমা সুলতানা ছুটু, সঞ্জু রায়সহ বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ।  
উক্ত কর্মশালায় সহিংস উগ্রবাদ প্রতিরোধে সাংবাদিকগণ বিভিন্ন মতামত ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের পাশাপাশি এ বিষয়ে সাংবাদিকদের ভূমিকা কি হওয়া উচিৎ সে বিষয়ে আলোকপাত করেন। তাঁরা বলেন সাংবাদিকদের জন্য প্রনীত বিধিমালা যথাযথভাবে অনুসরন করে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনে সকলকে সচেতন হতে হবে। এছাড়াও শব্দ প্রয়োগে সচেতন হওয়া, প্রকৃত ঘটনা যাচাই করে বা অনুসন্ধান করে বার্তা কক্ষে প্রেরন করা, সহিংস উগ্রবাদ বিরোধী বিভিন্ন টক শোর ব্যবস্থা করা, নতুন প্রজন্মদের নিয়ে উগ্রবাদ বিরোধী আলোচনা করা, উগ্র বক্তব্য সম্বলিত নিউজ গণমাধ্যমে প্রকাশ না করা, উগ্রবাদ বিরোধী গন সচেতনতা সৃষ্টি করা, সাংস্কৃতিক মনেভাব গড়ে তোলা, আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ রাখা, ফেসবুকের কোন গুজবমূলক পোষ্ট হুট করে লাইক, কমেন্ট ও শেয়ার করা থেকে এড়িয়ে যাওয়া ইত্যাদি বিষয়ে সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জাননো হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন পল্লী উন্নয়ন প্রকল্প এর প্রধান সমন্বয়কারী সেখ মোঃ আবু হাসানাত। কর্মশালা পরিচালনা করেন পল্লী উন্নয়ন প্রকল্প এর কর্মসূচি সমন্বয়কারী মোঃ মাসরুকুল ইসলাম এবং কর্মশালায় সহযোগি হিসাবে ছিলেন পল্লী উন্নয়ন প্রকল্প বগুড়ার নিলুফা ইয়াসমিন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে