বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রবিন ফকির (৩২) কে মঙ্গলবার নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
জানা যায়, নাবালিকা কন্যাকে অপহরণের দায়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ জানুয়ারি মাসের ১৭ তারিখ এ রায় দিয়েছিল। রায় ঘোষণার অনেক আগে থেকে রবিন পলাতক ছিলেন৷
বগুড়া সদর থানা পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার মানিকচক উত্তরপাড়া গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে রবিন ওই এলাকার এক নাবালিকা কন্যাকে অপহরণ করে। এজন্য ২০১২ সালের ২ জানুয়ারি নাবালিকা কন্যার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এ মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির শেষে এই বছরের ১৭ জানুয়ারি আদালত অভিযুক্ত রবিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে তিনি পলাতক থাকায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে। গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্য
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ডহুরগাঁও এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে রবিনকে গ্রেফতার করা হয়। তিনি সেখানে গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতেন।
অভিযানের নেতৃত্বে থানা বগুড়া সদর থানার এস.আই জাকির আল আহসান বলেন, জেলা পুলিশ সুপার ও সদর থানার ওসি সেলিম রেজার দিক-নির্দেশনায় দীর্ঘ সময় চেষ্টার পর তাকে গ্রেফতারে সক্ষম হয়েছেন তারা। বুধবার দুপুরের পর আসামী রবিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন