প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ০২:০৭

বগুড়ার পল্লীতে গভীর রাতে হাত-পা ও মুখ বেধে রেখে বাড়ীতে ডাকাতি!

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার পল্লীতে গভীর রাতে হাত-পা
 ও মুখ বেধে রেখে বাড়ীতে ডাকাতি!

বগুড়ার পল্লীতে গভীর রাতে বাড়ীর লোক জনের হাত-পা ও মুখ বেধে রেখে ডাকাতি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের সিদ্দিপুর গ্রামের মৃত আকবর আলীর পুত্র সামসুজ্জামানের বাড়ীতে গত বৃহস্পতিবার (২৪ ফেব্র“য়ারি) দিবাগত গভীর রাতে সংঙ্গবদ্ধ ডাকাত দল বাড়ীর পার্শ্বে গাছ বয়ে ছাদের উপড় দিয়ে ভিতরে প্রবেশ করে।
এসময় বাড়ীতে থাকা লোকজন-কে ডাকাত দলের সদস্যরা হাত-পা মুখ বেধে রেেেখ নগদ টাকা সোনার গহনা, দুইটি খাসিসহ বেশ কিছু মুল্যেবান জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানা পুলিশ ঘটনারস্থল পরিদর্শন করেছেন।
এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে