দুপচাঁচিয়ায় উপজেলা জাতীয় শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শ্রমিকলীগ দুপচাঁচিয়া উপজেলার শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা শ্রমিকলীগের কার্যকরী সভাপতি এসএম খান বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল। উদ্বোধকের বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, আ’লীগ নেত্রী শামীমা আক্তার মুক্তা, জেলা শ্রমিকলীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, জেলা শ্রমিকলীগের সহসভাপতি রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূর খান, আলতাফ হোসেন, শহর শ্রমিকলীগের সভাপতি জালাল উদ্দিন, শাজাহানপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মতিউর রহমান টুকু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আদম আলী, দুুপচাঁচিয়া পৌর শ্রমিকলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক হাসান আলী সরদার, তালোড়া পৌর শ্রমিকলীগের সভাপতি শাহীন প্রামানিক, চামরুল ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি এরশাদ হোসেন প্রমুখ। দ্বি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে জেলা নেতৃবৃন্দ আশরাফ আলীকে সভাপতি ও জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৪৫সদস্য বিশিষ্ট দুপচাঁচিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের কমিটি ঘোষণা করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন