বগুড়া বিসিকে নিখোঁজ দুই নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার

বগুড়া বিসিকে নিখোঁজ হওয়া দুই নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বগুড়া শিল্পনগরীর মাসুদ মেটালের নৈশ প্রহরী ছিলেন।
শুক্রবার বিকেলে ওই কারখানার বর্জ্য জল নিষ্কাশনের ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত ২ জন হলেন- বগুড়া সদর উপজেলার সরলপুর এলাকার জব্বার আলীর ছেলে ৪৫ বছর বয়সী আব্দুল হান্নান ও শিবগঞ্জ উপজেলার সাগরকান্দি গ্রামের মৃত হাসু প্রমাণিকের ছেলে ৬০ বছর বয়সী সামছুল হক। তাদের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক।
এ প্রসঙ্গে মাসুদ মেটালের সত্ত্বাধিকারী সাজ্জাদুর রহমান জানান, হান্নান ও সামছুল বৃহস্পতিবার ভোর থেকে নিখোঁজ ছিলেন। ঐ দিনই হান্নানের মুঠোফোন নম্বর থেকে তার কাছে ক্ষুদে বার্তা পাঠানো হয়। সেখানে লেখা ছিল নিখোঁজ দুইজনের খোঁজ পেতে হলে ৫ লাখ টাকা দিতে হবে এবং লালমনিরহাট জেলায় টাকা নিয়ে যেতে হবে।
তিনি আরও জানান, শুক্রবার সকালেও হান্নানের মুঠোফোন নম্বর থেকে আবারো ক্ষুদে বার্তা পাঠানো হয় এবং বলা হয় সামনে তোদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে। মুঠোফোনে এ ধরণের হুমকি পেয়ে কারখানার চারপাশে ভাবে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে কারখানার বর্জ্য জল নিষ্কাশনের ট্যাংক থেকে তাদের লাশ পাওয়া যায়।
এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাহিদুল হক জানান, নিখোঁজ দুই নৈশ প্রহরীর লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় তারা ইতিমধ্যেই তদন্তে অনেকদূর এগিয়েছেন। খুব দ্রুত সবকিছু উন্মোচন হবে মর্মেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন