প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ০২:২১

অনুশীলন ক্যাম্পে বগুড়ায় পৌঁছালো মুমিনুল-সৌম্যসহ বাংলাদেশ টাইগার্স

ষ্টাফ রিপোর্টার
অনুশীলন ক্যাম্পে বগুড়ায় পৌঁছালো
মুমিনুল-সৌম্যসহ বাংলাদেশ টাইগার্স

দীর্ঘদিন পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। শুক্রবার বিকেল ৫ টায় মুমিনুল,সৌম্যসহ ২৩ সদস্যর একটি দল বগুড়ায় এসে পৌঁছান। 

শনিবার থেকে শুরু হয়ে ৭ মার্চ পর্যন্ত ১১ দিনব্যাপী চলবে এই অনুশীলন ক্যাম্প। জাতীয় দলের টেস্ট এবং পাইপ লাইনে থাকা খেলোয়াড়দের  খেলার মধ্যে রাখতেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে মর্মে জানান সংশ্লিষ্টরা। ২৩ সদস্যের এই অনুশীলন ক্যাম্পের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ টাইগার্স। মাঠে অনুশীলন শুরু হবে শনিবার। প্রতিদিন সকাল সাড়ে   ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা অনুশীলন চলবে।  
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ বিরতির পর আবার ক্যাম্প আসায় স্টেডিয়ামে উইকেট, আউটফিল্ড, ইনডোর ও ড্রেসিংরুম নতুনভাবে সাজানো হয়েছে। এ ছাড়া গত বুধবার বিকেলে ক্যাম্প সংশ্লিষ্ট স্টেডিয়ামের সবার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয়েছে। এবারই প্রথমবারের মতো মাঠের সাইড উইকেটের জন্য বক্স নেটের ফ্রেমের ব্যবস্থা করা হয়েছে। ক্রিকেটাররা প্রশিক্ষণ নেবেন সেখানে। আগের ব্যবহৃত ছেঁড়া টার্ফ (বিশেষ ধরনের কার্পেট) সরিয়ে ফেলা হয়েছে। সাজানো হয়েছে জরাজীর্ণ নেটের ইনডোরও। সাজ-সজ্জার শেষ পর্যায়ে দেওয়ালে রঙ করছেন মিস্ত্রীরা।
দেশে এখন আফগানিস্তানের সাথে টিটোয়েন্টি খেলা চলামান। এটি শেষ হলেই সাউথ আফ্রিকার সাথে টাইগারদের টেস্ট খেলা শুরু হবে। এই কারণে খেলোয়াড়দের প্রশিক্ষণের টাচে রাখা হচ্ছে। আর ভেন্যু হিসেবে শহীদ চান্দু স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে। কারণ দিসেবে বলা হচ্ছে এই মাঠের উইকেটের মিল রয়েছে দক্ষিণ আফ্রিকার মাঠের সাথে। 
উল্লেখ্য, শহীদ চান্দু স্টেডিয়ামে ২০০৬ সালের পর আর জ্বলে ওঠেনি স্টেডিয়ামটির ফ্লাড লাইটগুলো। এই মাঠে সবশেষ ইংল্যান্ড ‘এ’ দল এসে খেলে গেছে ২০০৭ সালের মার্চ মাসে ।
সার্বিক বিষয়ে শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জানান, বিসিবির নির্দেশনা অনুযায়ী সব রকম প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ইতিমধ্যেই ক্রিকেটাররা বগুড়া এসেছেন। আশা করা যাচ্ছে এর মাধ্যমে এই স্টেডিয়ামের একটি ইতিবাচক পরিবর্তন ঘটবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে