প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০০:১১

জয়পুরহাটে ধর্মীয় নেতাদের সাথে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

জয়পুরহাট ব্যুরো:
জয়পুরহাটে ধর্মীয় নেতাদের সাথে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

সহিংস উগ্রোবাদী কর্মকান্ড প্রতিরোধ ও সামাজিক কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটে ধর্মীয় নেতাদের সঙ্গে  আন্তঃ ধর্মীয় সংলাপের আয়োজন করা হয়। শনিবার দুপুরে  সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপমা সমাজ উন্নয়ন সংস্থা আয়োজনে এবং রুপান্তরের সহয়োগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। 

সংলাপে জেলা প্লাটফর্ম কমিটির সভাপতি জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা,, মাওলানা আব্দুল মতিন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা এডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা কমিউনিটি পুলিশিংএর সাধারণ সম্পাদক নন্দলাল পার্শী, রুপান্তরের ক্যাপাসিটি বিডিং অফিসার কাহামিনা জাহান ইভা, উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল প্রমুখ। 

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, ধর্মীয় উম্মাদনা নয়, ধর্মীয় সৌন্দর্যকে উপলব্ধী করে হৃদয় দিয়ে তা ধারণ ও আত্মস্থ্য করতে হবে। তবেই সোহার্দ সম্প্রীতি বজায় থাকবে, ধর্মীয় সহিংসতা থেকে মুক্ত থাকতে পারবে, জঙ্গীবাদ থেকে মানুষ দূরে থাকবে। সভায় জেলার  ৩০জন ধর্মীয় নেতা অংশগ্রহণ করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে