প্রকাশিত : ৩ মার্চ, ২০২২ ২৩:৪০

দুপচাঁচিয়ায় খাদ্যবান্ধব কমিটির সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় খাদ্যবান্ধব কমিটির সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভা গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির, উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, ডিলার আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, শাহীদুর রহমান কয়েন, খাদ্য বান্ধব কমিটির সভাপতি অরবিন্দ কুমার দাস প্রমুখ। সভায় উপজেলা কৃষি অফিসার সাজেদুল আলম, ডিলার মিল্টন রহমান, বাপ্পা মন্ডল সহ ট্যাগ অফিসার ও অন্যান্য ডিলারগণ উপস্থিত ছিলেন। সভায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় চাল বিতরনের স্থানে সুবিধাভোগীদের তালিকা টাঙ্গানো ও ওজনের ডিজিটাল মেশিন স্থাপনের জন্য ডিলারদের প্রতি নির্দেশ দেয়া হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে