প্রকাশিত : ৬ মার্চ, ২০২২ ২৩:২২

দুপচাঁচিয়ায় উপজেলা জাতীয় যুব সংহতির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় উপজেলা জাতীয় যুব সংহতির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দুপচাঁচিয়া উপজেলা জাতীয় যুব সংহতির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬মার্চ রোববার বিকালে উপজেলা জাতীয় যুবসংহতির আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আহবায়ক মাহমুদুল হক শিপন এর সভাপতিত্বে ও সদস্য সচিব নুরু ইসলাম সরদারের পরিচালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার। উদ্বোধকের বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি বগুড়া জেলা শাখার আহবায়ক শাহিন মোস্তফা কামাল ফারুক। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি বগুড়া জেলা শাখার সদস্য সচিব হোসাইন শরিফ সঞ্জয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আলহাজ্ব মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ওবাইদুল রহমান, সাধারণ সম্পাদক এসএম সাহিদ, বগুড়া জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক ফজলুল বারী। শেষে সর্বসম্মতিক্রমে মাহমুদুল হক শিপনকে সভাপতি ও নূরু ইসলাম সরদারকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা জাতীয় যুব সংহতির কমিটি ঘোষণা করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে