প্রকাশিত : ৬ মার্চ, ২০২২ ২৩:৩১

বগুড়ায় জাতীয় পাট দিবসে র‌্যালী ও আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় জাতীয় পাট দিবসে
র‌্যালী ও আলোচনা সভা

বগুড়ায় জাতীয় পাট দিবস উপলক্ষে রবিবার সকাল ১১ টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের সাতমাথা থেকে র‌্যালী বের হয়ে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাসুম আলী বেগ। এ সময় প্রধান অতিথি জেলা প্রাশাসক  মোঃ জিয়াউল হক বলেন সর্বত্র পাটের ব্যবহার নিশ্চিত করতে হবে। পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশ রক্ষা করতে। পন্যে পাটের ব্যবহারের পরিবর্তে প্লাষ্টিক ব্যবহার করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায়  আনা হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা মূখ্য পাট পরিদর্শক সোহেল রানা। এ সময় জেলার বিভিন্ন পাট কলের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে