বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটির সভা
বগুড়া জেলা পর্যায়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটির এক সভা রবিবার বেলা ১ টায় জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) নিলুফা ইয়াসমিন। সভাায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক। এতে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী, বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।
সভায় দেশব্যাপি সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনী মনোভাব সৃষ্টিও বিকাশের লক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়। বিদ্যুতের অপচয় রোধে প্রযুক্তির ব্যবহার, প্লাস্টিক দুষণের ক্ষতিকর প্রভাব ইত্যাদি বিষয়ে প্রযুক্তির উদ্বাবন করার উপর গুরুত্ব দেয়া হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
