ঐতিহাসিক ৭ই মার্চ দিবসে বগুড়ায় শিশুদের নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বগুড়ায় বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে সোমবার বিকেলে শিশুদের ৩টি বিভাগে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা ও ৫টি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে যেখানে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রতিযোগিতা পরবর্তী একই দিন বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা এবং শিশুদের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডিসি নিলুফা বলেন, ঐতিহাসিক ৭ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধুর দেয়া সেই ভাষণ ছিলো বাঙ্গালি জাতির মুক্তির ঘোষণা। বঙ্গবন্ধুর ভাষণে এই জাতির সকলে দেখেছিল একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন। দেশপ্রেম ও দেশের জনগণের প্রতি কতটা আনুগত্য তা এই ভাষণে ফুটে উঠেছিল প্রতিটি লাইনে। ১৯৭১ সালে বাংলার আপামর জনগণ যেভাবে ঝাপিয়ে পড়েছিল দেশকে স্বাধীন করতে তেমনি বর্তমান প্রজন্মের এখন এই স্বাধীন দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করতে হবে। আর এক্ষেত্রে নিজেদের অন্তরে ধারণ করতে হবে জাতির পিতার আদর্শকে। তিনি শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে আলোকিত হয়ে দেশের সেবায় সর্বদা কাজ করার আহ্বান জানান। শিশু একাডেমির চিত্রাঙ্কণ প্রশিক্ষক মৌসুমী রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শঙ্কর, জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন এবং নাট্য ব্যক্তিত্ব সুকুমার দাস। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে অনুষ্ঠানে শিশুরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন