বগুড়ায় শেষ হলো বাংলাদেশ টাইগার্সের ১১দিনের অনুশীলন

আসন্ন দক্ষিণ আফ্রিকার সাথে টাইগারদের ক্রিকেট ম্যাচ কে সামনে রেখে উইকেটের মিল থাকায় অনুশীলনের জন্যে বেছে নেওয়া হয়েছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম কে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জাতীয় দলের টেস্ট এবং পাইপ লাইনে থাকা খেলোয়াড়দের নিয়ে আয়োজন করা হয়েছিল ১১দিনের এই অনুশীলন ক্যাম্প যার সফল সমাপ্তি হয়েছে সোমবার।
২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পে দীর্ঘ বছর পর মুমিনুল,সৌম্যসহ ২৩ সদস্যের খেলোয়াড়দের পদচারণায় মুখরিত ও প্রাণবন্ত হয়ে উঠেছিল অবহেলা ও বঞ্চনার শিকার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়াম।
অনুশীলন সমাপ্তির দিনে বিসিবি নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার জানান, এই স্টেডিয়ামের মাঠে উইকেটে দারুণ বাউন্স ছিল। অনুশীলনের সব অভিজ্ঞতা তাদের ইতিবাচকভাবে কাজে দিবে। এছাড়াও স্টেডিয়ামের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও তারা সন্তুষ্ট। এর আগে অনুশীলন ক্যাম্প শুরুর দিনেও আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্কিল ক্যাম্পের বিস্তারিত জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক কাজী ইনাম আহমেদ। তিনিও বলেছিলেন উইকেটের কনডিশন ও সার্বিক অবস্থা নিয়ে তারা বেশ সন্তুষ্ট। শহীদ চান্দু স্টেডিয়ামের এই অনুশীলন তাদের সাউথ আফ্রিকা সিরিজে অনেক কাজে আসবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ বিরতির পর আবার ক্যাম্প আসায় স্টেডিয়ামে উইকেট, আউটফিল্ড, ইনডোর ও ড্রেসিংরুম নতুনভাবে সাজানো হয়েছে। স্টেডিয়ামের ও ক্যাম্প সংশ্লিষ্ট সবার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। এবারই প্রথমবারের মতো মাঠের সাইড উইকেটের জন্য বক্স নেটের ফ্রেমের ব্যবস্থা করা হয়েছিল। ক্রিকেটাররা প্রশিক্ষণ নিয়েছেন সেখানে। পাশাপাশি খেলোয়াড়দের অনুশীলনের জন্য আগের ব্যবহৃত ছেঁড়া টার্ফ (বিশেষ ধরনের কার্পেট) সরিয়ে ফেলা হয়েছিল। সাজানো হয়েছিল জরাজীর্ণ নেটের ইনডোরও। সাজ-সজ্জার রঙ করা হয়েছে দেয়ালেও।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন এর সাথে কথা বললে তিনি জানান, শহীদ চান্দু স্টেডিয়ামে ২০০৬ সালের পর আর জ্বলে ওঠেনি স্টেডিয়ামটির ফ্লাড লাইটগুলো। এই মাঠে সর্বশেষ ইংল্যান্ড ‘এ’ দল এসে খেলে গেছে ২০০৭ সালের মার্চ মাসে । তিনি জানান আসন্ন সাউথ আফ্রিকার সাথে অনুষ্ঠিত হতে যাওয়া টাইগারদের টেস্ট ম্যাচ কে সামনে রেখে বগুড়ার মাঠে এই ১১দিনের অনুশীলন অনুষ্ঠিত হলো। আর ভেন্যু হিসেবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম কে বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন বিসিবির মতে এই মাঠের উইকেটের মিল রয়েছে দক্ষিণ আফ্রিকার মাঠের সাথে। তাই এই মাঠে অনুশীলন অবশ্যই বাংলাদেশ টাইগার্সদের কাজে আসবে। এছাড়াও উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ার এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে আবারো আন্তর্জাতিক খেলা শুরু হবে আর এ লক্ষ্যে সংশ্লিষ্টরা ইতিবাচক উদ্যোগ নেবেন মর্মে বগুড়াবাসীর পক্ষে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন