প্রকাশিত : ১১ মার্চ, ২০২২ ০১:০৫

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় যুব উন্নয়নের কম্পিউটার অপারেটর নিহত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় যুব উন্নয়নের কম্পিউটার অপারেটর নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আব্দুল আলিম খান(৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল আলিম আদমদীঘি যুব উন্নয়ন অফিসের কম্পিউটার অপারেটর, দুপচাঁচিয়া এনজিও নবজাগরণ সংস্থা ও নবজাগরণ ডায়াবেটিস হাসপাতালের  উপদেষ্টা এবং নবজাগরণ প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।  আলিম শিবগঞ্জ উপজেলার মাসুমপুর চালুঞ্জা গ্রামের মৃত আফছার আলী খানের ছেলে। বর্তমানে তিনি দুপচাঁচিয়া সিও অফিস এলাকায় ভাড়া বাসায় থাকেন। 
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনারদিন সকাল সাড়ে ১০টায় তিনি মোটরসাইকেল যোগে বগুড়া-নওগাঁ সড়কের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে মেইল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাইক্রোবাস স্ট্যান্ডে এলাকায় পৌঁছিলে একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থায় অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।    
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এক অফিসারকে পাঠানো হয়েছিল। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে