বগুড়ায় নারী দিবস উপলক্ষে পিইউপি’র র্যালী ও আলোচনা সভা

‘লিঙ্গ সমতা করি, টেকসই আগামী গড়ি’ স্লোগানে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বগুড়ায় পল্লী ইউনিয়ন প্রকল্প (পিইউপি) এর আয়োজনে এবং এএলআরডি এর সহযোগিতায় সদরের শাখারিয়া ইউনিয়নের বনমালী পাড়া গ্রামে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তার সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজিয়া শামস। পিইউপি’র প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাখারিয়ার ইউপি চেয়ারম্যান এনামুল হক রুমি। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাখারিয়া ইউনিয়নের নারী ইউপি সদস্য শাপলা খাতুন এবং শামসুন্নাহার। আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে ভূমিতে নারীর অধিকার কৃষিকাজ ও বাজার ব্যবস্থায় যুক্ত নারীদের কৃষক হিসেবে স্বীকৃতি দেওয়া, কৃষিতে সহজ ঋণ প্রাপ্তিতে বিশেষ ব্যবস্থাকরণ, নারী ও কন্যা শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী অধিকার লঙ্ঘনে কঠোর দৃশ্যমান ব্যবস্থা রাখার জোর দাবি জানান। এছাড়াও ভূমি ও পানি সম্পদে নারীর সমঅধিকার নিশ্চিত করার সঙ্গে সঙ্গে জলবায়ুর প্রভাব মোকাবেলায় সক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করার কথা বলেন তারা। একই সাথে নারীর ক্ষমতায়নকে অর্থবহ করতে ইউনিয়ন পর্যায়ে ও উপজেলা পর্যায়ে আইনের পরিবর্তনের মাধ্যমে নারীদের সকল অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে পিইউপি’র পক্ষে এসময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন ও তানিয়া খাতুনসহ অন্যান্যরা।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন