প্রকাশিত : ১১ মার্চ, ২০২২ ০১:২৯

বগুড়ার পলাশ খন্দকার আইনপেশায় স্বাধীনতা স্মৃতি পদক পেলেন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ার পলাশ খন্দকার আইনপেশায়
 স্বাধীনতা স্মৃতি পদক পেলেন

বগুড়ার উচ্চারণ একাডেমির পরিচালক ও বিশিষ্ট আইনজীবী এড পলাশ খন্দকার আইনপেশায় স্বাধীনতা স্মৃতি পদক পেলেন। গত চার মার্চ ঢাকার বিজয়নগরের হোটেল একাত্তর বল রুমে সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন থেকে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করা হয়। পদক হিসেবে উত্তরীও, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। 

এড পলাশ খন্দকার বগুড়া আইনজীবী সমিতির সংবিধান প্রনেতাদের একজন। বগুড়া আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত ম্যাগাজিন, সাংস্কৃতিক ও সম্পাদকসহ যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি আইন পেশা ছাড়াও বগুড়ার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত আছেন। তিনি বগুড়া লেখক চক্রের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সহ সভাপতি, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদের নাটকের সংগঠন কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি, বগুড়া প্রেসক্লাবের সদস্য, আইন উপদেষ্টা হিসেবে টিএমএসএস ও গাজী রিয়েল এস্টেট, সদস্য আইন সহায়তা এবং বগুড়া থিয়েটারের সহ সভাপতি হিসেবে আছেন। বগুড়ায় জন্মগ্রহনকারি এড পলাশ খন্দকার পরিবার নিয়ে তিনি থাকেন চারমাথায়। 
এড পলাশ খন্দকার জানান, সেদিন পারিবারিক কাজে বগুড়ায় থাকায় আইনপেশার জন্য পাওয়া স্বাধীনতা স্মৃতি পদকটি গ্রহণ করেন তার ভাই পিয়াল খন্দকার। শিক্ষা ও সামাজিক বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃপক্ষ ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিষ্ঠানটি স্বাধীনতা স্মৃতি পদকের বিষয়ে মনোনিত করেন। 
এদিকে, এড পলাশ খন্দকার স্বাধীনতা স্মৃতি পদক পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া বারের সভাপতি এড. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক এড. আব্দুল বাছেদ, বগুড়া উচ্চারণ একাডেমির প্রধান উপদেষ্টা লায়ন মোজাম্মেল হক লালু, প্রধান পৃষ্টপোষক আনোয়ারুল ইসলাম বাচ্চু, প্রধান সমন্বয়কারি লায়ন মো: আতিকুর রহমান মিঠু, টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. অধ্যাপিকা হোসনে আরা বেগম, গাজী রিয়েল এস্টেটের পরিচালক নাসরিন সুলতানা, বগুড়া থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ বজলুর রশীদ রাজা, সাধারণ সম্পাদক ও বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়, আনন্দ কণ্ঠ বগুড়ার সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, বগুড়ার কুঁড়ি সম্পাদক ও শিশু নাট্যদলের পরিচালক আব্দুল খালেক, কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান, কবি জয়ন্ত দেব প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে