প্রকাশিত : ১১ মার্চ, ২০২২ ০১:৩১

বগুড়ায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় জেলা দুর্নীতি
প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

 বগুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শহরের স্টেশন ক্লাব সংলগ্ন পুরাতন শিল্পকলা একাডেমী ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা দুপ্রকের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো: মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন  
জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জ্জী। এছাড়াও সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন জেলা দুপ্রকের সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এ্যাড. বিনয় কুমার দাষ, ইমতিয়াজ আহম্মেদ, ড. শাহনেওয়াজ জর্জ, আল মামুন সরদার, সাংবাদিক সঞ্জু রায়, রহিমা খাতুন, বাবুল আখতার রিপন এবং তাহমিনা পারভীন শ্যামলী। সভায় অধ্যাপক মো: মোজাম্মেল হক সভাপতির বক্তব্যে বলেন, দুর্নীতি দমনে দুদক সরাসরি কাজ করে যাচ্ছে এবং দুদকের প্রতিরোধমূলক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে বেগবান করতে দুদক পরিবারের অংশ হিসেবে জেলা দুপ্রক জেলা ও উপজেলা পর্যায়ে ইতিবাচক ধারায় কাজ করে যাচ্ছে। যদিও করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে দুদকের নির্দেশনা অনুযায়ী প্রতিরোধমূলক কার্যক্রম কিছুটা সীমিত করা হয়েছিল যা এখন আবার পুরোদমে শুরু হয়েছে। তিনি আগামীর বাংলাদেশ কে যারা নেতৃত্ব দিবে সেই বর্তমান প্রজন্মের সকলকে দেশ ও মানুষের স্বার্থে এখন থেকেই দুর্নীতিমুক্ত মানসিকতায় গড়ে তোলার আহ্বান জানান। আর এই লক্ষ্যে তিনি বিশেষভাবে দায়িত্বশীল আচরণ পালন করার আহ্বান জানান অভিভাবক, শিক্ষকসমাজ এবং জনপ্রতিনিধিদের। সভায় জেলা দুপ্রকের পূর্বপরিকল্পিত কর্মসূচী বগুড়া পৌরসভায় আগামী ১৪ই মার্চ বিকেলে পৌর মেয়রের উপস্থিতিতে সকল কাউন্সিলরের অংশগ্রহণে ‘দুর্নীতি প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন করার বিষয়ে নানাবিধ পরিকল্পনা এবং সিদ্ধান্ত নেয়া হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে