বগুড়ায় শপথ নিলেন নবনির্বাচিত ২১ জন চেয়ারম্যান

বগুড়ায় বৃহস্পতিবার দুপুরে জেলার ৪ উপজেলার ২১ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানেরা শপথ গ্রহন করেছেন। বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ করতোয়ায় তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
শপথ নেওয়া ৪ উপজেলার ২১ ইউনিয়নের মধ্যে সদর উপজেলার ২, সোনাতলা উপজেলার ৭, সারিয়াকান্দি উপজেলার ১০ এবং গাবতলী উপজেলার ২ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক মামুনুর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর পাল, সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম জাকির হোসেন। এর আগে বগুড়ায় ২১ ইউপিতে ৩১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন