প্রকাশিত : ১১ মার্চ, ২০২২ ০১:৩৯

স্ত্রীর পরকীয়ার জেরে খুন হয়েছিল বগুড়ার শহিদুল, দেড় বছর পর গ্রেফতার আসামী

ষ্টাফ রিপোর্টার
স্ত্রীর পরকীয়ার জেরে খুন হয়েছিল বগুড়ার শহিদুল, দেড় বছর পর গ্রেফতার আসামী

স্ত্রীর পরকীয়ার জেরেই বগুড়ার শেরপুরের শহিদুল ইসলাম খুন হয়েছেন বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার হত্যার দেড় বছর পর আব্দুর রশিদ খন্দকার (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে এই তথ্য জানাল সংস্থাটি। 

বৃহস্পতিবার বিকেলে শেরপুর উপজেলার জোড়গাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। 
রশিদ ওই উপজেলার সূত্রাপুর আখেরি পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। 
পুলিশ জানায়, ২০২০ সালের ৭ জানুয়ারি মাসে বগুড়া শেরপুরের  শহিদুল ইসলাম খুন হন। ওই সময় রশিদ, শাহীন খন্দকার ও তার সহযোগীরা শহিদুলের বাড়ির পাশের এক ডোবায় তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। শাহীন শহিদুলের স্ত্রীর পরকীয়া প্রেমিক।
পুলিশের দাবি, শাহিনের সাথে পরকীয়ার কারণেই শহিদুলকে পরিকল্পনা করে খুন করা হয়। এবং রশিদ ও শাহিন এই হত্যার পরিকল্পনাকারী।  
শহিদুল হত্যার পরে তার বড় ভাই নজরুল ইসলাম চারজনকে আসামি করে ওই বছরের ১০ জানুয়ারি শেরপুর থানায় হত্যা মামলা করেন। 
ওই মামলার সাবেক তদন্তকারী অফিসার শেরপুর থানার এসআই রুম্মান হাসান এজাহারভুক্ত দুই জনকে অব্যাহতি দেয়। তবে তদন্তে এজাহারভূক্ত আসামির বাহিরে আরও চারজনের নাম উঠে আসে। ফলে এজাহারে থাকা দুইজন ও তদন্তে পাওয়া চারজন মিলে মোট ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরে  আসামি বাদী পক্ষ এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেয়। আদালত মামলাটির অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়।  
সিআইডিতে মামলার তদন্তভার গ্রহণের পর পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান এর নেতৃত্বে সিআইডির ফোর্সের অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুরের জোড়গাছা এলাকা থেকে মামলার অভিযুক্ত রশিদকে গ্রেফতার করা হয়। 
এ প্রসঙ্গে বগুড়া সিআইডি পুলিশ সুপার মোহাম্মদ কাওছার শিকদার বলেন, রশিদকে গ্রেফতারের পর তারা জানতে পেরেছেন এই হত্যাকাণ্ডের পেছনে পরকীয়া ছিল। রশিদকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরবর্তীতে আবারো জানানো হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে