প্রকাশিত : ১১ মার্চ, ২০২২ ২৩:৫৪

শেরপুর উপজেলা শ্রমিকলীগের সম্মেলনে সভাপতি কামাল সম্পাদক সাইফুল

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুর উপজেলা শ্রমিকলীগের সম্মেলনে সভাপতি কামাল সম্পাদক সাইফুল

বগুড়ার শেরপুর উপজেলায় জাতীয় শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর উপজেলা শ্রমিক লীগের আয়োজনে শুক্রবার (১১মার্চ) সকাল ১০টায় দারকি পাড়াস্থ ঈদগাহ্ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। শেরপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি কামাল শেখ’র সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন, বগুড়া জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম। শেরপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়াম্যান এ.কে.এম আসাদুর রহমান দুলু। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, বগুড়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: সামসুদ্দিন শেখ হেলাল। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন, শ্রমিক লীগ নেতা আলতাব হোসেন, জালাল উদ্দিন, শাজাহানপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি রুবেল সরকার, শেরপুর উপজেলা শ্রমিক লীগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সম্মেলনে সভাপতি হিসেবে কামাল শেখ, সহ-সভাপতি আবু হাসেম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন এবং কার্যকরী সভাপতি হিসেবে রফিকুল ইসলাম রফিকের নাম ঘোষনা করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে