প্রকাশিত : ১২ মার্চ, ২০২২ ০০:০৭

বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি বগুড়ার রজত জয়ন্তী অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি 
বগুড়ার রজত জয়ন্তী অনুষ্ঠিত

বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি বগুড়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে বগুড়া শহীদ টিটু মিলনায়তন থেকে একটি আনন্দ র‌্যালী শহর প্রদক্ষিণ করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকালে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, কৃতি ছাত্রদের সংবর্ধনা প্রদান ও র‌্যাফেল ড্র ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি বগুড়ার সভাপতি কাজী মোঃ জাফরুল্লাহ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি বগুড়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সচিব শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস হার্ট সেন্টারের বিভাগীয় প্রধান ও প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ডাঃ মজিবর রহমান সেলিম, ধুনট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুর রহমান, বগুড়া পপুলার লাইফ ইনস্যুরেন্স এর যুগ্ম নির্বাহী পরিচালক (উন্নয়ন) আফজাল আহমেদ, আল আরাফা ইসলামী ব্যাংক লি: ভাইস প্রেসিডেন্ট এম. শামসুদ্দিন আহমেদ আজাদ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (জেনারেল সার্জারী) ডাঃ গনেশ কুমার আগরওয়ালা। সভায় স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি বগুড়ার সাধারণ সম্পাদক হাকীম এমএ মজিদ মিয়া। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে