প্রকাশিত : ১২ মার্চ, ২০২২ ২২:৪০

গাবতলীতে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় নারী-পুরুষের মৃত্যু

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
গাবতলীতে পৃথক দু’টি সড়ক 
দূর্ঘটনায় নারী-পুরুষের মৃত্যু

বগুড়ার গাবতলীতে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় দুই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গাবতলী মডেল থানা পুলিশ মরদেহের ময়না তদন্ত করে লাশ পারিবারের নিকট হস্তান্তর করেছেন।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার কাগইল ইউনিয়নের সাহাপুর গ্রামের সামছুল হকের স্ত্রী সুলতানা (৪২) গত শুক্রবার (১১মার্চ) রাত আনুমানিক ১০টায় তাহার বাড়ীর সামনে রাস্তার উপর পৌঁছামাত্রই একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুত্বরভাবে আহত হয়। এসময় সুলতানার বাড়ীর লোকজন আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১.২০মিনিটে সুলতানা মারা যায়। 
অপরদিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা পাথারের পাড়া গ্রামের রাজা প্রামানিকের ছেলে আমিনুল ইসলাম (২৫) গত ২ মার্চ বাড়ী থেকে মোটরসাইকেল চালিয়ে বগুড়া যাওয়ার পথে সোন্দাবাড়ী পেট্রোল পাম্পের সামনে মোটর সাইকেরের সাথে পিকআপ গাড়ীর ধাক্কা লাগিয়ে দূর্ঘটনায় আমিনুল গুরুত্বরভাবে আহত হয়। তখন এলাকার লোকজন তাকে উদ্ধার করে গুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আমিনুল চিকিৎসাধীর অবস্থায় গতকাল শনিবার (১২মার্চ) ভোর রাত ৪টায় হাসপাতালে মারা যায়। এব্যাপারে মডেল থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ জানান, আমিনুল ইসলাম এর লাশ মযনা তদন্ত ছাড়াই তার পরিবারের হাতে দেয়া হয়েছে এবং সুলতানার ময়না তদন্ত করে তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে