অধ্যক্ষ সিরাজুল ইসলামের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা কল্যাণ সমিতির শোক
সিরাজগঞ্জ জেলা কল্যাণ সমিতি বগুড়ার প্রধান উপদেষ্টা এবং বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজুল ইসলাম তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ জেলা কল্যাণ সমিতি বগুড়ার নেতৃবৃন্দ।
মঙ্গলবার সন্ধ্যায় সমিতির সভাপতি আলহাজ¦ মো: সুজাবত আলী আকন্দ স্বাক্ষরিত এক শোক বিবৃতির মাধ্যমে বগুড়া গ্রন্থ কেন্দ্রের সাবেক সভাপতি সিরাজুলের মৃত্যুতে শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন সমিতির সাধারণ সম্পাদক আবু মুসা সরকার, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, সদস্য আলী আশরাফ চিসতি প্রমুখ। উল্লেখ্য, অধ্যক্ষ সিরাজুল ইসলাম তালুকদার ৭০ বছর বয়সে গত ১৯শে মার্চ দুপুর আনুমানিক সাড়ে ৩ টায় তার নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর পর ১৯শে মার্চ মরহুম সিরাজুল ইসলামের বর্তমান ঠিকানা শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা এবং ২০ মার্চ তার স্থায়ী নিবাস সিরাজগঞ্জ জেলার সলংগা উপজেলার বাদুল্লাপুর গ্রামে তার ২য় জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এছাড়াও দাফনের পূর্বে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
