প্রকাশিত : ২২ মার্চ, ২০২২ ২৩:০৩

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল আবারো গ্রেফতার

সঞ্জু রায়, স্টাফ রিপোর্টার:
বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী
ব্রাজিল আবারো গ্রেফতার

১টি হত্যা মামলাসহ মোট ২৩টি বিচারাধীন মামলার আসামী বগুড়ার শীর্ষ সন্ত্রাসী খ্যাত বিরাজুল ইসলাম ব্রাজিল (৩২) কে আবারো অস্ত্রসহ গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। সোমবার রাতে শহরের মালতিনগর বকশিবাজার তিনমাথা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার স্বীকারোক্তিতেই পালশা চৌকিরপাড়ায় একটি গাছের নিচ থেকে মাটি খুঁড়ে তিন রাউন্ড গুলিভর্তি একটি অত্যাধুনিক বিদেশি পিস্তলও উদ্ধার করে পুলিশ যা দিয়েই ব্রাজিল তার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতো বলে জানা গেছে।

গ্রেফতার হওয়া ব্রাজিল সদরের দক্ষিণ গোদারপাড়ার শাহজাহান ওরফে কালুর ছেলে যে যুবদলের ক্যাডার হিসেবেই পরিচিত। তার বিরুদ্ধে শহরের পালশার উজ্জ্বল হত্যা মামলাসহ ২টি অস্ত্র আইনে মামলা, ৫টি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা, ১টি মাদক আইনে, ২টি সন্ত্রাস বিরোধী আইনে, ৪টি বিশেষ ক্ষমতা আইনে ও ৬টি চাঁদাবাজিসহ অন্যান্য আইনে এবং ২টি অ্যাসিড নিক্ষেপের মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে মর্মে সদর থানা পুলিশ নিশ্চিত করেছেন। 
সোমবারের অভিযান প্রসঙ্গে সদর থানা ও এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে  শহরের মালতিনগর বকশিবাজার তিনমাথা এলাকা থেকে বিরাজুল ইসলাম ব্রাজিলকে গ্রেফতার করা হয়। নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে ব্রাজিল তার কাছে গুলিভর্তি আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করে। গভীর রাতে তাকে নিয়ে সদর থানা পুলিশ বর্তমান বাসস্থান শহরের পালশা চৌকিরপাড়া ব্রিজের দক্ষিণ পাশে একটি ইউক্যালিপটাস গাছের গোড়া খুঁড়ে পলিথিনে মোড়ানো তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল হক জানান, ব্রাজিল বিএনপি ও অঙ্গ সংগঠনের সক্রিয় নেতা ছিলেন। বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে তার বিরুদ্ধে ৫টি নাশকতার মামলা হয়েছিল। সোমবার ব্রাজিল কে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার পরবর্তী তার বিরুদ্ধে বগুড়া সদর থানার এসআই মীর রায়হান আলী বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্যে আদালতে ৫দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
 
এ প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আলী হায়দার চৌধুরী বলেন, বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম এর নেতৃত্বে বগুড়াকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে এমন অভিযান চলমান থাকবে। শুধু ব্রাজিল নয় জেলায় কেউ যদি এভাবে অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হয় তাহলে বগুড়া জেলা পুলিশ কাউকেই ছাড় দেবেনা। ইতিমধ্যেই বগুড়ায় পুরাতন ওয়ারেন্ট তামিল এবং তালিকাভুক্ত আসামী গ্রেফতারে গুরুত্বারোপ করা হয়েছে। বগুড়া জেলাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে বগুড়া জেলা পুলিশ সর্বদা জিরো টলারেন্স থাকবে মর্মেও জানান এই কর্মকর্তা।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন  

উপরে