প্রকাশিত : ২ এপ্রিল, ২০২২ ২৩:১১

দুপচাঁচিয়ায় টাকা পয়সা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যু

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় টাকা পয়সা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যু

দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খিহালী চকপাড়া গ্রামে টাকা পয়সার বিরোধের জের ধরে মঈন উদ্দিন(৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মঈন ওই গ্রামের মৃত আফছার আলীর ছেলে। 
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনারদিন শুক্রবার রাত সাড়ে ৯টার সময় মঈন উদ্দিনের সঙ্গে পাওনা টাকা নিয়ে তাঁর আপন তিন ভাই ও ভগ্নিপতির বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে বাক বিতন্ডা ও ধাক্কা-ধাক্কি শুরু হয়। এতে মঈন মাটিতে পড়ে গিয়ে মারা যায়। 
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন  

 

উপরে