দুপচাঁচিয়ায় শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
দুপচাঁচিয়ার সেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা খাতুন এর উপর শারীরিক নির্যাতন, শ্লীলতাহানীর প্রতিবাদে দুপচাঁচিয়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা মানববন্ধ ও প্রতিবাদ সভা পালন করেছেন। গতকাল রোববার বিকালে উপজেলা পরিষদ চত্বরে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দুপচাঁচিয়া শাখার সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মহলদার, প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী, সহকারী শিক্ষক মাসুদ পারভেজ, শামীম উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা ঘটনার কয়েকদিন পর শিক্ষক নির্যাতন ও লাঞ্ছিতকারী মাহমুদ কলি(৩৬)কে গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে গ্রেপ্তারকৃত আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ছেন। সেই সাথে ভবিষ্যতে আর কেউ শিক্ষকদের প্রতি অবজ্ঞা, অবমাননা, নির্যাতন করতে না পারে এদিকে সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি রাখার জন্য অনুরোধ জানিয়েছেন। এসময় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় দেড় শতাধিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
