প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২২ ২৩:১৭

বগুড়ায় অসহায় মানুষের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় অসহায় মানুষের মাঝে মাসব্যাপী
ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বগুড়ায় মাহে রমজানের প্রথম দিন রবিবার বিকেলে শহরের সাতমাথায় শতাধিক সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে দেশের অনন্য সংস্কৃতি চর্চা কেন্দ্র অ্যামবিশন ও বিজ্ঞাপনী সংস্থা শকুন্তলা’র উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

আয়োজক সংগঠনের অধিকর্তা সেলিম রেজা সেন্টু’র সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে মানবিক এই কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনাকালীন সময়ের শুরু থেকে সরকারের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের এমন উদ্যোগ প্রশংসনীয়। ‘শকুন্তলা’ ও ‘অ্যামবিশন’ ইতিমধ্যেই ‘রবিবারের অতিথি’ শিরোনামে বগুড়ার বিভিন্ন জায়গায় ৫ টাকার বিনিময়ে সুবিধা বঞ্চিত মানুষের হাতে প্রতি রবিবার দুপুরের খাবার তুলে দিয়ে মানবিকতাকে স্পর্শ করেছে। এরই পাশাপাশি পবিত্র রমজান মাসে শত রোজাদারদের বিনামূল্যে ইফতারি বিতরণের এই কার্যক্রমের জন্য তিনি সংগঠকদের শুভ কামনা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদনী বাজারের সম্পাদক মন্ডলীর সভাপতি সাগর কুমার রায়, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু এবং বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা। এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়াউল হক বাবলা, বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তাজমিলুর রহমান, সদর থানার সেকেন্ড অফিসার মঞ্জুরুল হক ভূঁইয়া, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সুজন সরকার, আয়োজক সংগঠনের পক্ষে যথাক্রমে  লোমানুর রহমান জুয়েল, জয় দাস, চৈতি সাহা, কনক পাল ও নাজমুল হাসান প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন  

উপরে