শেরপুরে ২৫০ পিচ ইয়াবা সহ আটক ৩
বগুড়ার শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে দুইশ পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক কারবারি কে আটক করা হয়েছে। শুক্রবার (৮এপ্রিল) বিকেল সারে চারটার দিকে শেরপুর পৌর শহরের ধুনটমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত কিয়ামুদ্দিন বেপারীর ছেলে রাজিব বেপারী, বগুড়া সদর উপজেলার নওদা পাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে সজিবুর রহমান ও একই এলাকার গোলাম হোসেনের ছেলে রুবেল।
শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই ছাম্মাক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করতে সক্ষম হয়েছি। অভিযানে সঙ্গী ছিলো পুলিশ ফাঁড়ির এএসআই আজিজ, এটিএসআই হেলাল উদ্দিন ও আলমগীর হোসেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
