প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২২ ০০:২৬

বগুড়ায় অটোতে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৪

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় অটোতে ট্রাকের 
ধাক্কায় নিহত ২, আহত ৪

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন যাদের মাঝে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার রাত পৌনে আটটার দিকে  উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের স্থানীয় সড়কের তিনপুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এ তথ্য নিশ্চিত করেন ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) লুৎফর রহমান।
নিহতরা হলেন, গাবতলী উপজেলার নিজগ্রাম নিবাসী সৈয়দ আলীর ছেলে আব্দুল বাকি (৫৫) এবং মাদলা ইউনিয়নের শশ্মানকান্দি উত্তরপাড়ার পুটুর মেয়ে মোছা: পুতুলী (২৫)। এদিকে দুর্ঘটনায় আহত ৪ জনের মাঝে সিএনজি চালক গাবতলী বাগবাড়ির জালালের ছেলে নাসির (২৫) এবং গাবতলী কলাকোপা এলাকার ইলিয়াসের ছেলে আব্দুল বারী (৫০) এর অবস্থা খুবই আশঙ্কাজনক যারা বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 
এ বিষয়ে মেডিকেল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন জানান, শাজাহানপুরের মাদলা থেকে যাত্রীবাহী একটি অটো গাবতলী উপজেলার বাগবাড়ীর দিকে যাচ্ছিল। পথে তিনপুকুর এলাকায় বিপরীতগামী (বাগবাড়ী থেকে মাদলাগামী) একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে ধাক্কা দেয়। উক্ত দুর্ঘটনায় ২ জন নিহত হন আর গুরুতর আহত হন শিশুসহ ৪ জন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাদের চিকিৎসা চললেও সবার অবস্থায় আশঙ্কাজনক।
এ প্রসঙ্গে বগুড়া শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ইতিমধ্যেই দুর্ঘটনা ঘটানো ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার সাথে সাথেই চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে পুলিশের পক্ষে দ্রুততম সময়ে আহতদের শজিমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  উক্ত ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন  

উপরে