প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২২ ২৩:১৪

জয়পুরহাট ৪৬০ পিস ট্যাপেন্টাডল ১২০ পিস যৌন উত্তেজক ট্যাবলেটসহ ০১ জন গ্রেফতার

জয়পুরহাট ব্যুরো:
জয়পুরহাট ৪৬০ পিস ট্যাপেন্টাডল ১২০ পিস যৌন উত্তেজক ট্যাবলেটসহ ০১ জন  গ্রেফতার

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে গতকাল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন বালিঘাটা বাজারে জনৈক হকিকুলের মার্কেটের ধৃত আসামী মোঃ শাহিদুর রহমানের সিনহা মেডিসিন কর্নার নামক ফামের্সী দোকানে অভিযান পরিচালনা করে ক। ট্যাপেন্টাডল ট্যাবলেট-৪৬০ পিস, খ। যৌন উত্তেজক ট্যাবলেট-১২০ পিসসহ আসামী  মোঃ শাহিনুর রহমান (৩০), পিতা-মৃত নায়েব আলী, সাং- পারবাট্টা (পুরান পৈাল), থানা- জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল এবং যৌন উত্তেজক ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক ফার্মেসীর ব্যবসার আড়ালে কৌশলে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সী যুবক এবং মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।  

পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন  

উপরে