বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
বগুড়ায় স্ত্রীকে গলা টিপে হত্যা মামলার রায়ে স্বামী বুদু মন্ডলের (৪৩) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুর একটায় আসামীর উপস্থিতে বগুড়ার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বুদু মন্ডল কাহালু উপজেলার উলখার এলাকার মৃত মেছের আলীর ছেলে। ২০০১ সালে ভ্যানচালক বুদু মন্ডলের সাথে অফেলা খাতুনের বিয়ে হয়। অভাব-অনটনের কারণে পারিবারিক কলহের জেরে ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি রাতে ঝগড়ার পর স্ত্রী আলেফা খাতুনকে গলাটিপে হত্যা করে বুদু মন্ডল। পরের দিন থানায় বুদু মন্ডলকে একমাত্র আসামি করে নিহতের ভাই আমির আলী কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে একই বছরের ৯ ফেব্রুয়ারি আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বুদু মন্ডল। পরে একই বছরের ১৬ মার্চ কাহালু থানার এএসআই আনিছুর রহমান বুদু মন্ডলকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট জমা দেন। দীর্ঘ শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার দুপুরে আদালত মামলার একমাত্র আসামি বুদু মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদন্ড দেন।
আইনজীবী নাছিমুল করিম হলি বলেন, বিচার চলাকালে আমরা আদালতে সাক্ষী উপস্থাপন করেছিলাম। আদালত সবকিছু বিবেচনা করে মামলার একমাত্র আসামি বুদু মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
