প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২২ ২৩:৪৮
মাঝিহট্টে সন্ত্রাসী স্টাইলে এক ব্যাক্তির দোকান ঘর ভাংচুর করার অভিযোগ
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টে সন্ত্রাসী স্টাইলে এক ব্যাক্তির দোকান ঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাঝিহট্ট ইউপির খেউনি বিন্যাচাপর গ্রামে মতলেবর রহমানের পুত্র হাফিজার রহমানের নির্মানাধীন দোকান ঘর গত শনিবার বিকাল অনুমান ৩টায় একই ইউপির জনৈক গফুর মন্ডলের নেতৃত্বে পূর্ব শত্র“তার জের ধরে একই গ্রামের রন্জু মিয়া, মিনহাজ, শাকিব, মিঠু, আকাশ ও সুমন দলবদ্ধ হয়ে সন্তাসী স্টাইলে দেশীয় অস্ত্রে সর্জ্জিত হইয়া নির্মানাধীন দোকান ঘরে হামলা করে ও ভাংচুর করে। এ ব্যাপারে স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্যা এলিজা বেগমের নিকট জানতে চাইলে তিনি জানান, দিন দুপুরে সন্ত্রাসী স্টাইলে ওই দোকান ঘর ভাংচুর করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
