শাজাহানপুরে চাঁদাবাজদের মারপিটে ইউপি সদস্য সহ ব্যবসায়ী আহত
বগুড়ার শাজাহানপুরে চাঁদা না দেয়ায় অমল দেবনাথ (৩৬) নামের এক ব্যবসায়ীর বাম হাত ভেঙ্গে দিয়েছে একদল চাঁদাবাজ। মারপিটে বাঁধা দিতে গিয়ে চাঁদাবাজদের ছোঁড়া ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন গোহাইল ইউপি সদস্য আবু রায়হান (৫০)। মারপিট করে চলে যাওয়ার সময় একটি ওয়াং মোটর সাইকেল ফেলে রেখে যায় চাঁদাবাজরা। গত শনিবার সন্ধ্যার পূর্ব মুহুর্তে গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর বন্দরে এ ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাঁদাবাজদের হামলার শিকার জামাদার পুকুর বন্দরের ব্যবসায়ী অমল দেবনাথ জানিয়েছেন, তিনি প্রায় ৮ বছর যাবত জামাদার পুকুর বন্দরে মুড়ি তৈরির কারখানা স্থাপন করে ব্যবসা করে আসছেন। ছোট দুই ভাই বিলাশ দেবনাথ (৩০) এবং রঞ্জন দেবনাথ (২৮) তার ব্যবসা দেখাশোনা করতো। বিগত ১ বছর যাবত ছোট ভাই বিলাশের কাছ থেকে একদল চাঁদাবাজ মাঝে মধ্যেই ২-৩ হাজার টাকা চাঁদা নিতো। চাঁদা দিতে না চাইলে তারা হমকি দিতো। বিগত ৩ মাস যাবত মুড়ি কারখানার পাশে নতুন করে চিড়া তৈরির কারখানা স্থাপনের কাজ শুরু করেন অমল দেবনাথ। এমতাবস্থায় গত ৪-৫ দিন যাবত ছোট ভাই রঞ্জন দেবনাথের কাছে ২ লাখ টাকা দাবি করে চাঁদাবাজরা। চাঁদা না দেয়ায় শনিবার সন্ধ্যার পূর্ব মুহুর্তে ওই মুড়ির কারখানায় গিয়ে রঞ্জন দেবনাথ কে খুঁজতে থাকে চাঁদাবাজরা। এ সময় অমল দেবনাথের সাথে তারা তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে অমল দেবনাথ সহ স্থানীয়রা চাঁদাবাজদের ধাওয়া করলে চাঁদাবাজরা মারমুখী হয়ে ওঠে এবং লাঠিশোটা দিয়ে মারপিট শুরু করে। এতে অমল দেবনাথের বাম হাত ভেঙ্গে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা গোহাইল ইউপি সদস্য আবু রায়হান (৫০) বাঁধা দিতে গেলে চাঁদাবাজদের ছোঁড়া ইটের আঘাতে ঠোঁট ফেটে রক্তাক্ত জখম হন। ইউপি সদস্যের ঠোঁটে ৩টি সেলাই দিতে হয়েছে। অপরদিকে ব্যবসায়ী অমল দেবনাথ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অর্থপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু জানিয়েছেন, তার ইউনিয়নে চাঁদাবাজ ও সন্ত্রাস নাই। সম্প্রতি বহিরাগত একদল সন্ত্রাসী তার এলাকার ব্যবসায়ীদের নিকট চাঁদা নিচ্ছে। চাঁদা দিতে না চাইলে হুমকি ধামকি ও মারপিট করছে। এক পর্যায়ে গত শনিবার সন্ধ্যার পূর্ব মুহুর্তে ফারুক, রনি ও ইউসুফ নামের কয়েকজন চাঁদাবাজ জামাদার পুকুর বন্দরের মুড়ি কারখানার মালিক অমল দেবনাথ কে মারপিট করে। তাকে বাঁচাতে গিয়ে ইউপি সদস্য আবু রায়হান গুরুতর আহত হন। তাই তিনি প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, অবিলম্বে চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন জানিয়েছেন, মারপিটের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় নিতে পুলিশি কার্যক্রম অব্যাহত আছে
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
